মাঝ নোদিতে নৌকা বসে চলেছি হায়ার বেগে
নিল আকাশের নিচে একলা আমি বোসে ৷
জলের ঢেউ দেখে আমার বুক করে দুরু দুরু ৷
যানিনা কোথায় চলেছি আমি কোথায় আমার ঘর
যানি সুধু মাঝ নোদিতে নৌকা সাথে নৌকা আমার ঘর ৷
যানিনা আমি কোন সাগোরে চোলেছি একা ভেসে
কোথায় পাবো মাটির দেখা ভাবছি একা বসে ৷
সূর্যি ডুবে আধার হলো উঠলো জেগে চাঁদ
সারাখন ভয়ে ভয়ে কাটিয়ে দিলাম রাত ।
সকাল বেলা মনে হলো নৌকা থেমে গেছে
চোখ খুলে চেয়ে দেখি আছি আমি নোদির কিনারাতে ।