আমি প্রশান্ত অনেক দিন দেখেছি
ভরাক্রান্ত মনে অনেক হাসি মুখের কান্না দেখেছি
আমি হতাশা দেখেছি
আমি বিরহ দেখেছি
মলিন চেহারায় আমি এক আশার আলো দেখেছি
তাইতো আমি আজও বেঁচে আছি।
বেঁচে আছি আশার আলো হয়ে জ্বলবো বলে
প্রতিকূলতার মুখোমুখি হয়ে লড়বো বলে
তাই আমি স্বপ্ন দেখেছি
নিজের মতো করে বাঁচবো বলে।
আমি মৃত্যুকে ভয় পাই না
ভয়ের বিভরে আমি নিজেকে হারাতে চাই না
ভালোবাসা ছড়িয়ে তোমাদের হৃদয়ে
নিজের মতো করে বাঁচবো বলে।
                                সালেম