সবাইতো বলে আমি চাঁদ এনে দেব,
বামন হয়েত আর চাঁদ ধরা যায় না
বাস্তবতা যে খুব কঠিন
একথাও তো অমান্য করা যায় না,
তাই আমি পারবো না।
পারবো না আমি তোমায় সেই স্বপ্ন দেখাতে
যে স্বপ্নে থাকবেনা কোন পূর্ণতা
যদি তাতেই হয় প্রেমের ব্যর্থতা
তবে থাকুক না আমার এই প্রেমের অসম্পূর্ণতা।
পারবো না আমি তোমায় মায়ার জালে ফেলে ঠকাতে
মিথ্যা প্রেমের ছলে তোমার মনে আমার ছবি আকাতে,
যদি তাতেই হয় প্রেমের ব্যর্থতা
তবে থাকুক না আমার প্রেমের অসম্পূর্ণতা।
অসম্পূর্ণতা মানে তো আর শেষ নয়
দুটি মনের এ তো আর বিচ্ছেদ নয়
প্রেমে থাকবে ভরসা, থাকবে আশা
তবেই তো ভালোবাসার পাবে সত্যি কারের পূর্ণতা।
হ্যাঁ, তবে পারব আমি
মেঘাচ্ছন্ন রাতে তোমার হাতটি ধরে
জোছনার অপেক্ষা করতে
চাঁদের শীতল ছায়ায় পূর্ণিমা রাতে তোমায় বুকে আগলে রেখে প্রাণ ভরে ভালবাসতে।


পারবো না আমি বামন হয়ে চাঁদা আনতে
কাল্পনিক ভাবনায় তোমার কাছে ডাকতে
যদি তাতেই হয় প্রেমের ব্যর্থতা
তবে থাকুক না আমার এই প্রেমের অসম্পূর্ণতা।
                সালেম