যে সুখ হারিয়েছি আমি দুঃখের বন‍্যায়
সময়ের অভিশাপে ধ্বংসের তাড়নায় ,
আজো তারই সন্ধানে ফিরি পথে পথে
নগর প্রান্তর যত পেরিয়েছি বটে ,
পাইনি খুঁজে আজও পাইনিকো সুখ
প্রতীক্ষার প্রহর শেষে পাই শুধু দুখ ,
কোথা হতে ফিরে পাই সে সুখের সন্ধান
দুঃখ সুখের মাঝে যেন বিস্তর ব‍্যাবধান ,
হয়তো কোন এক, শেষ নিশিথের রাতে
ধরা দেবে আমারে, বিশ্বাসের প্রভাতে ,
আসবে ফিরে , আসবে সে তো , বিশ্বাস মোর
অপেক্ষা করছি তারই , আসবে নতুন সুর্যের ভোর।।