তুমি কেন গো আছ বসি
তোমার তরে মালা গাথিব
তুমি দিও গো পরি।


তোমার মালা গলায় লভে
সারা জীবন ভর চলি ।
ওগো সখি কেন আছ গো
দূরে সড়ি ।


তোমার তোরে ,জীবন আমার
আলোর ফুলঝুড়ি ।


কৃষ্ণাচূড়া ফুলে মালা গাথিব
তোমায় দেব পরি,
মূর্তিমতী রম্য মায়ার-পরী।


অগো প্রেয়সী, ওগো সখী
তোমায় পেতে চায় সারক্ষণ,
শয়নে-স্বপ্নে চির- জীবন ;


আমার কল্পনা রাজ্য
শুধু তুমি ।