সত্য তুমি হও সাক্ষী,
            ক'রে শুধু উপহাস
শৃগাল শকুনি
            অশ্রুবারিধার দেখে।
হৃদয় ছার খার
             প্রাণভরা হাহাকার
হিয়ার আগুন জ্বালাবার
           আমরা হবো জলাধার।
একটি  বিন্দু
            ছুঁয়ে দিলেই হবে বৃত্ত
ভালো লাগায় ভালোবাসা
         তারুণের চোখের কোণে,
ভোর হয়ে জমে যাবে।
              সত্য তুমি হও সাক্ষী,
শৃগাল শকুনির হবে
                 পালাবার দরকার।
একটু অপেক্ষা করো
      উপহাস;দিগন্তরেখার কেন্দ্র হবে।
অশ্রুবারিধার, নি:সীম দিগন্ত
     ছুঁয়ে যাবে অসীমের অধিকার দিয়ে।