আমাকে আমি ছুঁয়ে দেখার
অপেক্ষায় আছি দীর্ঘ  প্রতীক্ষায়।
আমাকে আমি খুঁজেই চলছি
সে কবে থেক‍ে যখন বোধ জন্মে।
আমাকে আমি খুঁজেছি  
ছায়ার  হিয়ায় রক্তে মাংসে কল্পনায়
নিজের ভেতর ও বাহিরে
কখনো ভালোবাসা আর ভাল লাগায়
গাত্রে অথবা তাদের অনূভুতির শিরদাড়ায়।
আমাকে আমি খুঁজেছি
স্রষ্টা আর দৃষ্টি দৃশ্যমান মিলন বন্ধনে
কখনো আবার অস্পষ্ট অথবা অস্পর্শীল
মোহ মায়ায় মরিচীকার ছলনায়।
আমার আমি খোজে এই আমি
আজ পথ হারা খুব বেশি  ক্লান্ত
আমি মাঝে আমার জন্মের সাথে ই কী
আমার আমি হারিয়ে গেছে
সে প্রশ্নের খোজে আজ একা দাড়িয়ে।