হৃদয়ে মৃত্যু আসে মধ্য রাতে
অগ্নিশিল্প জাগে ক্লান্তিহীন অনুভবে মিশে
সমস্ত পিপাসা জমেছে শিশিরের জল মত
শুধু তার স্বাদ -একা পায়ে চ'লে
সমাধির ভিড়ে ।
ইতিহাস ছাড়া আর কোন কিছু
কোনোদিন কিছু খুঁজে পাবে না
তারই পিপাসিত প্রচার।
হৃদয়ে মৃত্যু আসে মধ্য রাতে
কেন যেন কাকে ভালোবাসে,
তারই শোকে ভূমিষ্ঠ হয়েছে
মৃত্যুহীন জন্মহীন চিহ্নহীন
নব্য এক পিপাসিত মধ্য রাত
হৃদয়ে মৃত্যু আসে সেই মধ্য রাতে।