মৃত‍্য চাই----


নক্ষত্রের মৃত্যু হলে
সেও আলোহীন হয়ে পড়ে।


ঘৃণা আমার জন্মগত অধিকার
জননী ;জন্ম সাথে মৃত্যু লিপিবদ্ধ
করে দিয়েছে ;তবে সে মহান কী করে।


জন্ম আমার ভুলবশত
কিংবা ইচ্ছাপূরণের সাধনা
সে মহান কী করে হতে পারে!


জন্ম যখন মৃত্যুর নিশ্চিত কারণ
জন্ম দাতা মহান হয়  কী ভাবে?


ঘৃণা কেবল ঘৃণা,ধিক্কার
ভিতর বাহিরে চিৎকার
তুমি জন্ম দাও নি আমায়
জন্ম দিয়েছ নিজের স্বপ্নকে।


আমি কৈ সেইখানে
স্বপ্ন তোমার- ইচ্ছা তোমার
আমি কেবল বলির পাঠা।


মৃত্যু সেও তো অনেক ভাল
আমার স্বপ্নের মৃত্যুর চেয়ে


সব অভিনয় সব ভণিতা
চরম সত‍্য কথায় রৌদ্রের তাপ
দিগন্ত পুড়ে ছারখার  
আমি মৃত্যু চাই,মৃত্যু চাই।


আমার মৃত্যু তে লোকের ঠাই নাই
হযতবা কোন এক যুবকের
করুণ চিৎকারে এই করণা (মরণঘাতি ভাইরাস )
তার শেষ স্বপ্ন পূরণে আশা।-------------