অপমান কোথায় লাগে
চোখে, মুখে, বুকে,
রক্ত,মাংস,চামড়ায়,
কলিজায় নাকি হৃদপিণ্ডে।
অপমান কোথায় লাগে
মস্তিষ্কে অনুভূতির গায়ে,
অপমান কোথায় লাগে।
মায়া,ভালবাসায়,অসহায়ত্ত্বের
গহীন অবদারের খোলসে,
যৌন চেতনায় অপারগতায়
কোথায় অপমান লাগে।
চাওয়া পাওয়ার মাঝে
হারানোর শোকের পাতায়,
কোথায় অপমান লাগে।
অপেক্ষায়,হতাশায়, আশায়
কোথায় অপমান লাগে।
অপমান কেবল স্শর্প করে
সমুদ্র টেউয়ের মত কূলে
কেবল আঘাত করে চলে।
অপমান কোথায়, কখন,কবে
কোথা থেকে লাগে কে জানে।