আজ জেগে আছি সারা রাএ ধরে
তন্দ্রার ভেতরে  কেবল পোড়াচ্ছ বলে
শুধুই সৃতির বিষণ্ণতার  লাজুক উষ্ণতায়
হাতছানি দিয়ে আজ নিজেকে নিজেই খুজি,
স্পশহীন পিশাচগুলো ওঁত পেতে আছে
সব ক’টি শোকের-দ্বীপ জাগিয়ে দিবে বলে,
তন্দ্রার ভেতরে  কেবল পোড়াচ্ছ বলে
আজ জেগে আছি সারা রাএ ধরে।
নিজেকে আজ খুব বেশি আপন লাগে  
নির্ঘুমতা আমার সহ্যসীমার বাইরে
চোখের ভিতরে হুল ফুটিয়ে বলি, একটু ঘুমাও,
সৃতির অগ্নিকুণ্ড যেন চির-এক নির্ঘুম দেশে।