স্রষ্টারে খোজে - তুমি বনে-জঙ্গলে পাহাড়ের-চূড়ায়
আমি খুজি তারে  চোখ বুঁজে,
শাস্ত্রবিদ গণ যেন তার  ‘প্রাইভেট সেক্রেটারী
তুমি চল তাদের  পিছে পিছে
শাস্ত্র না ঘেঁটে ডুব দাও  চোখ বুঁজে স্রষ্টারে খোজে।


সকলের মাঝে প্রকাশ তার ভুলে গেছো তুমি  
প্রত্যেকের ’পরে দিয়েছ ন্যায়ের শাসনভার
তুমি তাদের মতামত ভাব নিচ কার কথা শুনে
ক্ষমা নয়তো ক্ষীণ দুর্বলতা
তোমার পথ চলা নয়তো কেবলই শুধি ভরা ।


স্রষ্টায় নিমগ্ন ধরা বুঝ যায় কি তার সব ভাষা
স্রষ্টার লীলা বুঝে  এমন কে আছে ধরার বুকে
তাই বলি ভাই যুক্ত করো হে সবার সঙ্গে
মুক্ত করো বন্ধন,মম নির্মল করো,উজ্জ্বল করো
ক্ষুদ্র এ হৃদয়ে আসিবে  স্রষ্টা তার সৃষ্টি দেখিতে ।


স্রষ্টারে খোজে কর না নিজেরে দুবল
যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো বন্ধন
তোমার কায়ে দেখিবে  সবে স্রষ্টারে অপরুপ সৃষ্টি
স্রষ্টার খোজে সবাই দিবে তোমার  দিকেই  দৃষ্টি
আমাদের মাঝে আছে মিশে আছে স্রষ্টার মহিমা।