ঘৃণার পাত্র যখন জননী
নিয়মের খাতায় তখন কালবৈশাখী।


নষ্ট সমাজ নষ্ট জাতি নষ্ট এই জীবন
বড় কষ্টে আদরের চাদরে ঢাকা মরণ,
মরণঘাতি মরণ ব্যাধি জ্বলছে জলুক
ঝলসে যাওয়া  জীবনের শেষ নিশ্বাসে।


ক্ষতবিক্ষত ক্ষণিক জীবনে আর কত
জীবনের নামে লৌকিকতার ক্ষত!


ভেঙ্গে করি চুরমার যত সব শৃঙ্খল
মানি নাকো কোন শাসন বারণ
জীবনের প্রয়োজনে এই হিংস্র আয়োজন।


তোমাদের দেখা পৃথিবী বদলে যায়
সময়ের সাথে সাথে নব‍্য তালে হাত রেখে,
আমি আদি আমি অন্ত প্রকৃতির মত অশান্ত
যুগ যুগান্তর নিয়মের সাথে আমার শখ।