কষ্টের বুকে নষ্টেরা
সব মেলেছে পাখা
স্বপ্ন ভেঙ্গছে তাতে কি
হৃদয় হয়েছে বিদ্রোহী।


কলঙ্কের কালি লেগেছে গায়ে
অহর্নিশ করে অপমান
অবজ্ঞায় ওরা অটল,
যত দাও গালি, বৃথা আস্ফালন।


হৃদয় হয়েছে বিদ্রোহী
অপেক্ষায় থাক তুমি
সদা হবে ব্যস্ত বিচরণ
তোমার ঐ নগ্ন চরণ
বুঝেবে তুমি, বুঝব আমি ও
তৃপ্তি হব সেই দিন
অতৃপ্তির ছন্দ পতন দেখে।


কষ্টের বুকে নষ্টেরা
সব মেলেছে পাখা
বিদ্রোহী তাই আজ
আমার এই কবিতার খাতা
ইতিহাসে পাতায় পাতায়
আছে লিখা জয় আসবেই
সময় লাগবে তবে
বিজেতা সবদাই থাকে একা।