কবি লিখবেন কবিতা
পাঠক  পড়বেন কবিতা
আমি কবি নই  
পাঠক ও নই
তবু কবিতার মধ‍্যমণি আমি।


কবি আর পাঠক ছাড়া ও
আর একজন উপস্থিত থাকেন
কবিতায় মধ‍্যমণি হয়ে
যার নামকরণ তোমার করেছ
বিষয়বস্তু সেই যে আমি।


কবি আর পাঠক হয়তবা
একদিন হারিয়ে যাবে
সময়ের স্রোতের গহীনে।


আমি থাকব কেবল
কবিতার মর্মস্পর্শি হয়ে।
অথচ আমি পাঠক নই
নই কোন কবি।


আমাদের জীবনে গল্পে
একজন এমন একজন
সবদাই থাকে নিভৃতে
ভূমিকায় কিংবা উপসংস্হার
না হয়ে সমস্তায় জুড়ে
অজীবন থাকে নিরবে।