;;;;;;;;;
১.
প্রতিবাদের মা বাবা মারা গেছে গত বিষুদবার
যায় যাচ্ছে দিন দিন
প্রতিবাদ এখন পথের টোকাই
প্রতিবাদের গায়ে ছিঁড়ে কাপড়
স্টেশানে ঘুমন্ত নিরব দুখাই।
প্রতিবাদ পাড়ায় জানাজা হয় রোজ রোজ
ইমাম সাব থাকে প্রস্তুত
প্রতিবাদীর প্রেমিকা পালায় পালায়
বেলা অবেলায় ধরে কত খুঁত!!!
২.
রুপ ও জ্ঞান ইশ্বরের দান
কেউ জানেনা এর মূল্য
অসময়ে রুপবতী জুড়ে গন্ধব নৃত্য
আয়নাকে বলে প্রেমিক আমার।
কাঁচের টুকরো কাটে হাত
কপালে লাগে রক্ত
ওষ্ট কাঁপিয়ে হুযোগী কল্পোশি থাপ্পর
হায়রে অহমিকা আর কত শর্ত।
৩.
একদিন নর্তকী আর নাচেনা
শীতল লাশে সোজা ঘুমায়
কাটুল্লা আতর আগর বলে
এখানে সবাই অসহায়।
৪।
চব্বিশ ঘন্টা কি আর সময় চব্বিশ যুগ কেটে যায়
হাশরের মাঠে নগ্ন মানুষেরা কি আর দাঁড়াবে
এখানেই শ্রান্ত ক্লান্ত কোটি কোটি নগ্ন নর নারী
বলে চাই চাই আমি আরো চাই।
৫।
আজীবন পেয়েছো ঝরাফুল
ভালোবাসার নদী পাওনি কভু
এখনো আছো পাথর ঘামে
আগর ধুপে থামো একটু থামো।
৬।
একগুচ্ছ ঔষধ নিবৃত্তে দর্শন করে
রোগী খুঁজে
হরেক রোগীর পায়চারী
ভুল রিপোর্ট ভুল প্রেসক্রিপশান
ঘুম নেই ডাক্তার রোগীর
ঘুমহীন বিলাসি আসামির।
একগুচ্ছ ঔষধ দিনে পাঁচবার ডাকে
আসো আসো
কল্যানের পথে আসো
আমিও শুনিনা বিপথে আমারও বসবাস।
৭।
নষ্ট হওয়ার জন্য এসেছিলাম
কষ্টকে ভালোবেসে
স্পষ্ট পথে নষ্ট হচ্ছি
ভ্রষ্টতায় হেসে হেসে ।
মাঝি পাল ওড়া
মকড়া যে বাঁশের খোড়া।
26.12.16
দুধবহর, ধর্মপাশা ,সুনাম