# এ  অন্ধকার আর কত ক্ষত বিক্ষত করবে
কৃষ্ণচূড়ার বুক?
শোক বাতাসে অনীহার ভাব তুলে
লজ্বা পাবে বসন্ত;
অনন্ত শ্রাবণে যাতনা বিষাদ
নিরবে সয়ে নেবে আগামি
অসুখের শতকোটি বরনঢালা,
ফাগুনের চিৎকারে রটে যাবে হাহাকার
আকাশে বাতাসে,
অট্টহাসিতে হেসে যাবে মানুষরুপি
পিশাচ জানোয়ার?
আমি বদলাতে চাই বদলে দিতে চাই
আমি শিশুদের হাসিতে দেখতে চাই
হাসছে আমার মন, মানবিকতা ,মনুষত্ব্য
আমি বনে যেতে চাইনা বন্য হতে চাই না
অরন্যবাসের মুক্ত হিমেল পরশে
শ্বাস নিতে চাই
একটি লম্বা শ্বাস
আমি আর আমাকে হারাতে চাইনা
পাপের কালোতায়
বিষন্নতার দীর্ঘশ্বাসে
তাই..
আমি আবার অ আ শিখতে চাই
আমাকে নূতন করে শিক্ষা দিতে হবে
শেখাতে হবে হে আমার প্রকৃতি,
প্রিয় শহীদ মিনার,
রক্তাক্ত স্মৃতিস্তম্ভ।
আমি আবার অ আ শিখতে চাই-
শিখতে চাইনা অ তে অজগর
আর আ তে আম
অন্যকিছু শিখতে চাই
দুর হোক বদনাম।
আমাকে শেখাতে হবে
যে শিক্ষা আমাকে টেনে নিবে না অন্ধকারে
হাহাকারের নীল সাগরে
বানাবেনা রাক্ষস ;
পরাধীনতায় ভোগবে না আমার আমিত্ব!
আমি আবার অ আ শিখতে চাই
আমার অন্ধ চোখ খুলে দিতেই হবে
আমাকে পথের নেশায় আলোকিত মানুষের
আগামি স্বপ্ন সংজ্ঞা গড়তে হবে
সেই প্রত্যয়।
আমি আবার অ আ শিখতে চাই-
মনে রাখতে চাইনা অ তে অজগর
অনন্য শিক্ষায় প্রস্ফুটিত হোক
হতে হবে
আকাশের বিশালতা
জমিনের সহ্যতায়
প্রিয়ত্বের আশ্রয়।
আমাকে আমি মানুষ
হিসেবে দেখতে চাই ।
প্রয়োজনে বেত লাগাবে
রাজী আছি,
দুষ্টামির গরুটাকে
কানামাছি খেলায় হারাতে চাই
আমি আবার অ আ শিখতে চাই।
আমার আত্মা আমার দেহে
পাপের বোঝা
আমার চোখে আজ শুধু
অন্যায়ের পাহাড়
আমার আহারে কারো রক্ত মাংস
আমার বস্রে
কত যে অসহায়ের ঘামে সিক্ত তিক্ত
তার তুলনা নাই ।
আমি আবার অ আ শিখতে চাই-
আমাকে শেখাতে হবে
প্রিয় ভাই বোন বন্ধু
প্রিয় তরু লতা আসমান জমিন
হে মহা মহীয়ান  ।
এখন আমার কাছে কয়েক কেজি সনদ
অহমিকার মাকালে খন্ড খন্ড পথ।
দিন নাই রাত নাই
অমানুষের বালাইয়ে আমার জীবন চিত্র
তাই ভুলে যেতে চাই
পুরানা শিক্ষা পুরানা শব্দ ।
আমি অজগর হতে চাইনা
দু দিনের দুনিয়ায়
আমি তুমি আমরা এক মেহমান।
মুসাফিরের বেশে
এই অচীন দেশে
মানুষ হতে চাই মানুষ।
আমি আবার অ আ শিখতে চাই-
আমাকে শেখাতেই হবে এই বাংলায়।