.....


আমি দেখি রোজ রোজ দেখি
সাদা কালো দেখি লাল নীল দেখি
আলো কালো দেখি ।
দেখে দেখে শুধু শিখি
শিখে শিখে শুধু মাখি
মাঝে মাঝে দেই ফাঁকি।
আমি দেখি নারীর আটান্ন প্রকার
পুরুষের ছত্রিশ ধরম
আমি দেখি লাজ শরম
বেহাইয়া শসম ।
আমি দেখি রোজ রোজ দেখি
সাদা কালো দেখি লাল নীল আলো কালো দেখি ।
ধর্ম দেখি অধর্ম দেখি
কর্ম দেখি অলসতা দেখি
নদী পাহাড় সাগর দেখি
জল দেখি
কখনো ঘোলা কখনো স্বচ্ছ টাটকা জল দেখি।
আতর আগর ফুল দেখি
শাড়ি ব্লাউজ ব্রা দেখি
বোরকা টোরকা খা দেখি
শুধু দেখি রোজ রোজ দেখি
দেখে দেখে শিখি আর আঁকি
মাঝে মাঝে দেই ফাঁকি।
দেশ বিদেশ দেখি
চোর ডাকাত দেখি
মন্ত্রি এমপি দেখি
কবি শিল্পি দেখি
পাখি
ফাঁকি দেখি
ঘুষখোর সুদখোর তাও দেখি।
রাজাকার দেখি বাজাকার দেখি
পথের উন্মাদ দেখি
অপমান অপবাদ দেখি
শাড়ির চকচক দেখি মাটির ঝকঝক দেখি
আর কত লেখি ।
দেখে দেখে লেখি আর কত শিখি ।


আমি দেখি রোজ রোজ দেখি
সাদা কালো দেখি লাল নীল আলো কালো দেখি ।
রাত দেখি নিশি দেখি মধ্য নিশি সহ অষ্ট প্রহর দেখি
আরো দেখি মরা লাশ মাটির মূর্তি
তারপর দেখি প্রাণময় প্রাণ
আরো দেখি বাউলার গান
কত কি দেখি নর্তকী দেখি হরিতকি দেখি
ঔষধী দেখি আগাছা দেখি
তারপর ও আরো দেখি
দেখে দেখে শুধু শিখি
শিখে শিখে শুধু আঁকি
মাঝে মাঝে দেই ফাঁকি।
আমি দেখি রোজ রোজ দেখি
সাদা কালো দেখি লাল নীল আলো কালো দেখি।
আমি দেখি কাল দেখি
সকাল ভোর রাত দেখি সন্ধ্যার জোনাই দেখি
পাখিদের নীড় দেখি ঝড় দেখি তুফান দেখি
ফুটপাত রাজপথ আলপথ সব দেখি
আকাশ বাতাস মহাশূন্য দেখি
দেখি শুধু দেখি
দেখেদেখে যাই শিখি
আর রোজ রোজ কত কি আঁকি।
বৃদ্ধ দেখি শিশু দেখি
যুবক যুবতী দেখি
যৌবন দেখি, জোয়াড় ভাটা দেখি
চলে যাওয়া লাশ দেখি
শীতল দেহে সোজা হয়ে শুয়ে থাকা ঘুম দেখি
মাটির কবরে স্বজনের রেখে আসা দেখি ।
দেখি অকালে হারিয়ে যাওয়া নদীর স্রোত
অহংয়ের পতন দেখি
ভুলের ক্ষরণ দেখি
সুন্দরের মরণ দেখি
বিলাসের গ্রাস দেখি
লোভীদের ত্রাস দেখি
ভুমিকম্পের গ্রাস দেখি
আমি দেখি রোজ রোজ দেখি
সাদা কালো দেখি লাল নীল আলো কালো দেখি ।
৪/০৫/২০১৭
দুধবহর, ধর্মপাশা , সুনামগঞ্জ।