শত কিছুর পর
আমি হাসতে পারি
এটাই হলো আমার প্রিয় সুখ
কারো অসুখে আমিও ব্যতিত হই
এতে বুঝি আমি এখনও মানুষ।
এত কিছু চাই না
কারন আকাশ কারো না
যাঁর
তিনিতো সবার।
তিন ভাগ জল
এক ভাগ স্থল
করুক না কেউ
বৃথা জোচ্ছুরি।
আমি পথে চলি
পথের পর পথ
কাঁটাময় পথ না ডরি।
শত কিছুর পর
আমি হাসতে পারি
তুমি কি পারো তা
ওগো আহামরি !!