এইতো সেদিন চারদিক থেকে
বিজয়ের বেশে ছুটে এসেছিলাম
জয় বাংলা বলে
বুকে হাসি চোখে জল
সব মুছে বলেছিলাম
আমার মাটি আমার দেশ
বাংলাদেশ আমার বাংলাদেশ।
মনের দরজায় ভাসছে কত উল্লাস
বেদনার মাঝেও ফুটেছিলো ফুল
ধরেছিলো বোল বাংলায়
আমার ঠিকানা আমার মানচিত্র
পদ্মা মেঘনা যমুনায়।
পুুড়া বাড়ি ঘর
ছল ছল জল
লাশ আর ছাই
স্তুুপাকার ঢল
তবুও কত প্রেম
স্বপ্নের ধ্যান
কমতিছিলোনা একলেশ,
দেশ,আমার দেশ
প্রিয় জননী আমার বাংলাদেশ।
কতদিন গেল চলে
কত মুখ কথা বলে
কত রঙ বদলায়
তবুও এখানেই রবো
এখানেই যেন টানি শেষ
এ আমার মাটি আমার দেশ,
বাংলাদেশ প্রিয় বাংলাদেশ।