..
মহাজনের নাও এখনো ভাসে
আধুনিক বিলাসে
জমিদারী প্রথা এখনো পরিচালিত
ধবধবে ইতিহাসে।
প্রতিবাদ এখন এতিমের মতো
মেঠো পথের বাঁকে
গভীর দীর্ঘশ্বাসে বসে থাকে বিপ্লব
কঠিন ইশতেহারে জবান বদ্ধ
সততার মানবতা
সেতো কবেকার ক্রীতদাস।
পাল্টায়নি কিছু শুধু পাল্টেছে
মূর্খ থেকে শিক্ষিত শয়তানের হালচাল
শুধু বদলেছে কিস্তি তোলার
মেঘের সকাল।
আগে ছিলো মূর্খ পাক পেয়াদা লাঠি হাতে,
এখন শিক্ষিত লাঠিয়াল
কু বুদ্ধি মগজে ।
সুদ আর ঘুষের বন্যায় ডুবন্ত বাংলাদেশ
দেহ কেশ জুরে দূর্গত চারদিক নিরব সমাজ
তেলচাটা বুদ্ধিজীবির অপয়া সংলাপে
অস্থির সংগ্রাম।
তাহলে আমি কি এ দেশের প্রকৃত সন্তান
নাকি এ দেশে আমার না
এই দেশ আমি চাইনি
এ দেশের জন্য যুদ্ধ করে নি মুক্তিযোদ্ধাগণ
তাহলে কি ভেস্তে গেছে সোনার বাংলা
বিফলে যাবে বঙ্গবন্ধুর ভাষণ।


আমি কি এ দেশের সূর্য সন্তান
নাকি কালো জারজ
বলে দাও বাঙলা বলে দাও বাঙ্গালি
আমার কর্ম প্রতিফল,
বলে দাও দিন বলে দাও রজনী
আমার পরিচয়।
আদরে আহলাদে করেছো বড়
শিখিয়েছো বর্ণমালার প্রতিটা স্পন্দন
তারপর হাঁটতে হাঁটতে
তোমাকে লেহন করি চর্বণ করি
দিন রাত তোমাকে প্রহারের পর প্রহারে
দ্বগ্ধ করি নগ্ন করি অতপর
আমাকে পরিচয় দেই আমি বাঙালি ।
পর্দার আড়ালে আমাকে রাঙাই উর্দুতে ইংলিশে
রাঙিয়ে তুলি পশ্চিমা পিশাচে
আমার গায়ে বাস করেনা বাংলার নদী
সবুজ মাঠ
আমার হাতে বিদেশি চামিচ
আমার পড়নে বিদেশি পোষাক
আমার স্বপ্ন হীরামন পাখি।


কালো জিরা হতে পারিনি মাগো
কালো জারজে আমার বেড়ে ওঠা
তাহলে আমি কে
কি আমার পরিচয় ।
আমার জমিনে নৃত্য করে পাক হায়েনার দোষর
আমার আকাশে খেলা করে
উপহাসের ভারতী বিমান
আমার বাতাসে দূগন্ধ ছড়ায়
তেলেসমাতি কিচ্ছা
আর কত আমি নগ্ন করি
আমার মায়ের পোশাক
তাহলে আমি কি এ দেশের র্সূর্য সন্তান না
আমি কি তাহলে কালো জারজ।
রক্তের দাগ মুছেনি আজো
দগদগে বেদনার ক্ষত বিক্ষত আঘাত মুছেনি আজো
লাশের মিছিল থামেনি আজো
আজো অনশন করে শত কোটি লাশ।
জীবন বিন্যাসে এখনো চলে পরবাসী শাসন
আমাকে জবাবদিহি করে ইচ্ছেমতো
শোষক শাসিতের দল
আমিও সুযোগে গড়ে তুলি ঘুষের পাহাড়
হাড় কংকাল সাড় মানুষের রক্ত চূষে
চামড়া কষে নির্মাণ করি
শহরে বন্দরে দেশে বিদেশে
বড় বড় ইমারত
তারপর র্নিলজ্ব বেহাইয়ার মতো
রাজপথ থেকে রাজমাঠে ভাষণ ছুঁড়ি
শ্রেষ্ট মিথ্যাবাদীর রসনা বিলাসে ।
আমাকে পূজা দেয় বাঙালি
আমি পূজার ফুলে হাসি
আর আধাঁর নেমে এলে থু থু ছিটাই
বাহবা কি সুন্দর মহাজনি কামাই ।
প্রতিদিন শকুন স্থির থাকে মধ্যকাশে  
তাক করে কোথায় লাশের গন্ধ
মরা গরু আর মানুষ নেই
নিমীষেই নেমে আসে মাটির বুকে
ধারালো নখরে এবড়ো থেবড়ো করে বাংলার মানচিত্র।


আমি হাসতে হাসতে দেখি
আমি হাঁটতে হাঁটতে দেখি
আমার মায়ের হীনতা
তবুও আমি খাই পেট ভরে খাই
বাংলার গান গাই
তবুও বলি
কত কি বলি ওমা তোমায় ভালোবাসি।


গরু মেরে জুতো ধান আর কত
আর কত মিছে সংলাপ
পাপের অভিশাপে আমি লিখি মিথ্যা ইতিহাস
রচনা করি ভন্ডের প্রজ্ঞা
অবজ্ঞায় তুলে রাখি মায়ের লাশ
খন্ড খন্ড করি
সারা বাংলার  চিত্র
আফসোস আমি র্সর্য সন্তান
মন ভরে দ্যাখো
আমার মা মাটির কতিইনা বিচিত্র।
10/05/17