বিশ্বজিৎ দাস তোমার মৃত্যৃ
এই স্বাধীন দেশে যখন ভেসে উঠে
মধ্য নিশিতে জেগে উঠি
বর্বরতার চিত্র আমাকে ভীষন্ন করে।
কোথায় আছি? কেন আছি?
শত প্রশ্নে শোকাহত কানামাছি।
খেলা করে, ঘুরে, ফিরে, দূরে
মস্তিস্ক থেকে চরণ অবধি।
নিরবধি দেখি পোড়াদগ্ধ বার্ণ ইউনিট
আহারে! বিশ্বজিতের নির্যাতনের চিত্র
মা ও অবুঝ শিশুর কান্না।
যেন আবার পাক হায়েনার নীল অত্যাচার।
পরাধীনতার বন্যা বয়ে চলে
মস্তিস্কের রন্ধ্রে রন্ধ্রে,
যারা বোঝার তারাইতো অবুঝ
যারা খোঁজার তারাইতো নিখুঁজ
অস্ত্রের থাবায় সবাই দিগ বেদিক
মৃত্যু সেতো কল্পনার তাগিদ।
রাজপথে চাই ওদের ফাসিঁ
শুনবে কি দাবি কেউ ?
বিশ্বজিৎ দাস তোমার মৃত্যু
পরাধীনের ঢেউ।
১৬/০১/২০১৪ ইং
দুধবহর, সুনামগঞ্জ।