যে জন মরেছে বামে
সে জন কি করে যায় ডানে।
তবুওবাঁচেঅসহায় দিলারা
অঘুমা চোখে ঘুম পায়অফিসের কেদারায়।
রাত হলেচুল টানা লাথি কিল ঘুষি
ফুলামুখ লালচোখ উপরি হাসি।
চেকের পাতা নিয়েছে কেড়ে
রত্ন স্বামি বুকের ধন
অবুঝ রতন
দায়েপড়ে সাজে বৌ আসামি।
যে জন মরেছে খাদে
সে জন কি করে আর ভালো রাঁধে?
নাই কেউ নাই নাই
অসহায় নাহার কোথায় পাবে
একটা স্বজন আর একটুবিচার।
চোখের পনি মুছেগোকল দেশে
দিন দিন লাগে জট এলোকেশে।
নেশাখোর প্রেমিক হয়েছে স্বামি
গেয়েগান চাপার পাহাড়
এখন কেড়ে নেয় ভাতের তালা
রক্ত রুজির আহার।
অফিস আদালতে জমা আছে
কত নাহার দিলারার বিচার
নারী বিচারক নারী নয়,
নারী উকিলনারী নয়,
নারী নেত্রী ও নারী নয়
রোজ রোজ যায় দেখি পশুর বাহার।
পাক হায়েনা গেছে চলেএকাত্তরে
আরো কতহায়েনা বসত করে,
বাঙ্গালী হায়েনা জেগে থাকে সদা
আমাদের চারি ধারে।
কে বলে কার কথা
কে বুঝে কার ব্যথা
নিজের সুখে মরি মরি,
চুপ চুপ থাক থাক
রাখ সব হাঁক ডাক
নিজে বাঁচি আর আনন্দে সঙ্গম করি।।।