..নষ্ট গলিতে জীবন থাকেনা মালতী
বেঁচে থাকে জীবনের ছাপ।
যাবার সময় খুব জোরে শোরে বলেছিলে
কি আছে তোমার  
শুধু শুনেছিলাম কি করে ফুটলো খৈ
বোবার মুখে
আজ বুঝি পথ দেখেছো চন্দ্রে যাবার
অথচ বছর ঘুরে দেখি জঙ্গলে জঙ্গলে
ভ্রমণ।
মালতী জঙ্গলে যারা যায় তারা জঙ্গলেই করে বাস
আর যারা মঙ্গলে যায় তাদেরি মঙ্গলেই শুভকামনা জানাই।
আমি বেশ ভালো করে জানি মাথার উপর ছাতা নাই
পায়ের তলায় মাটি নাই যার
তারে আবার কে দেবে ফুল
বাসী জল ছাড়া।
বেশ ভালো করে জানি
এই আসমান আমার না
জমিন ও আমার না
আর তুই ও আমার না
আমি ও আমার না
তাহলে কিসের বড়াইয়ে সাজালি ঘর
ভাঙলি ঘর
এভাবে কত কাল ঝড় তুফানের কাব্যে সাজাবি নিজেকে মালতী
নিয়তীর কপালে পাথর মেরে জীবন হয়নারে
জমা থাকে বরফের মতো কিছু পাপ আর অভিশাপ।।