...


এখন আর আগের মতো পড়া হয়না
দৈনিক সাপ্তাহিক মাসিক  পত্রিকাগুলো
নিয়ম করে শুনিনা টিভির সংবাদ
এই যে এত টিভি চ্যানেল আর
এত কিছু সব কিছুতে যেন
অনীহা অনীহা ভাব।
এখন আর আগের মতো রাগের বশে
অদল বদল করে চাপি না রিমোট কন্ট্রোল
আগডুম বাগডুম যেমন বাজতে থাকে
চন্দ্রফুলিও তেমন করে সাজতে থাকে।
তালের পিটা আর বাপা পিঠা বলে
কিছুই রইলো না
সব যেন চড়ুইয়ের চিউ চিউ কিউ কিউ ।
মনেতে বাজে শুধু সেই কবে
দেখেছিলাম বাবুইয়ের বাসা আর একতার বন্ধন ।
কেন যে পড়া হয়না তা জানিনা
শুধু জানি মানুষ গুলো বাঁচার জন্য বেঁচে থাকে
সাঁতরে ওঠে দেখার জন্য
যদি ওঠে নূতন করে কোন রবি
যদি ফুটে আঙ্গিনাতে আরেকটা ফুল।
হাজার চোখের এই যে চাওয়া
এরি জন্য তাকিয়ে দেখি আকাশ জমিন
ভালো কালো মন্দ কমিন।
এখন আর আগের মতো পড়া হয়না লুৎফর রহমান,
রবীন্দ্রনাথ, প্রমথ চ্যেধুরী, কাজী নজরুল
আর পড়িনা বিষাদ সিন্ধু
বিন্দু বিন্দু কালের প্রহর
ওসব গুলো বেঁচে থাকে হেসে ওঠে
কাঁদতে থাকে কল্পনাতে
জেগে ওঠে পেটের দায়ে দিনে রাতে।
এখন আর আগের মতো মনে হয়না
হরতাল, অনশন, আন্দোলনের প্রতীক গুলো
মনে হয়না মাঝির বৈঠা ধরা
সবকিছুতে কেমন জানি কীটে ভরা ।
বেঁচে থাকে মানুষগুলো যন্ত্র হয়ে
মন্ত্র পড়ে শুধুই বেঁচে থাকার জন্য।
এখন আর আগের মতো প্রেমিক পুরুষ প্রেম করে না
প্রেমিকাও যে ভালোবাসার বকুল মালা আর গিঁথেনা
মিছে প্রেমের বাঁশি বাজায়
মিছে প্রেমের শাড়ি পড়ে
পেটের দায়ে ।
নইলে নাকি ঝগড়া হবে
পেট আর ক্ষোভে অহং লোভে
ছুঁয়ে যাবে নুয়ে থাকা নাভি মূলে
নষ্ট মানুষ!!!
১২.১০.২০১৭
দুধবহর, সুনামগঞ্জ।