কখনো ছিলাম না চোখের রেটিনা
না ছিলাম নদীর হিমেল পরশ
হেঁটেছি পথ মাকাল পিয়ে
ভেবেছি স্বপ্ন পাথর নিয়ে।
কখনো ছিলাম না
পাখির বাসা
না ছিলাম নায়ের মাঝি
তবুও চলেছি স্রোতের বানে
যেখানে  জীবন যায় গড়ায়ে।
কখনো ছিলামনা ভিন্ন তলোয়ার
না ছিলাম
নিলামের জল
কাদা মাখা পায়
চলেছি কত গাঁয়
শহরের বুকে রেখেছি
ছন্দের ঢল।
কখনো তাকাইনি রেলের দিকে
গতি বলেছে দৌড়াও
এক মিনিট নিরবতায়
দেখেছি কম্পন
হায়রে অবুঝলতা।