.....


অযথা কাউকে কবি বলতে চাইনা
কবি বলে শোক করতে চাইনা
চাইনা সুখ করতে।
সেই কবির জন্য ধন্যতা গাওয়া হোক
যে কবি কবিতার দায়ে আহত
রক্তাক্ত পঙ্গু নিহত
জেলে গিয়েছেন শুধুই কি কবিতার জন্য?


সেই কবির জন্য সময় নষ্ট করা হোক;
যে কবি
সকলের সময় কে বাঁচানোর জন্য
গেয়েছেন সমর সঙ্গিত।
আগাছায় ফুল আর কত দেবো
ঝরা ফুল কত আর কেড়ে নেবো
শুনে শুনে রায় রায়
রায় গেলো মাথুরাই ।
এমন কিছুই করতে চাইনা
বলতেও চাইনা প্রিয় সুধী
কবি খায় না মাথায় দেয়
না সযতনে তুলে রাখে
বোয়মে ভরে
কেউ জানেনা
তবে কেন কবি নিয়ে এতো আকু পাকু।


আজ একজন কবির প্রয়োজন একটি কবিতা আবৃত্তির
আজ একজন কবির প্রয়োজন একটি কবিতা লেখার
আজ একজন কবির প্রয়োজন স্বৈরাচারের মুখ
ধমকে থমকে দেবার।
কোথায় কবি?
তেল আর পা চাটা গোলামিতে যে পিছু পিছু ঘুরে
পেটের দায়ে যে ছন্দে ছন্দ মিলায়
আকিবুকি প্রেম প্রেম করে যুবতীর নাভি শুঙ্গে
অথচ কত যে যুবতী পড়ে থাকে মর্গে রাস্তায়
শ্মশানে কবরে চিতায় ।


আমি তাকেই কবি বলি এবং তাকেই স্যালুট
যে বলে কথা অনায়াসে বুক খুলে ন্যায়ের পক্ষে
যে বার বার মরে বিবেকের আদালতে
হুংকার দিয়ে কাঁপিয়ে দেয় অন্যায়ের মসনদ
আমি সেই কবির জানাযায় যাবো
শ্রাদ্ধ্যে যাবো শ্রদ্ধায় বুক ফুলিয়ে গর্বে অহংকারে
যাবো
হাসতে হাসতে
কাঁদতে কাদতে
ফুল নিয়ে যাবো
ভালোবেসে পরম যতোনে ছুঁয়ে দেবো নাক মুখ
দু হাত তুলে স্রষ্টাকে বলবো দান করো
জান্নাতুল ফেরদৌস।


আমি তেমন একজন কবিকে চাই
যে পেটের দায়ে হাঁটে না
চেটের দায়ে থামে না।
যে ফিরিয়ে দেবে আমার আলোকিত রবি
যার কথায় হাসবে আগামির ছবি ।


আমি জানতে চাই
কবি কি আহত একটি কবিতার জন্য
কবি কি নিপীড়িত একটি দ্রোহের কবিতার জন্য
কবি কি জাতির প্রেমে প্রেমাসক্ত
না নারীর প্রেমে আসক্ত।
আমাকে ভাবতে হবে
অন্তত একটি সিগেরেট টেনে টুনে শেষ করতে হবে
তারপর যদি দেখি কবির কবিতায়
জাতি প্রেমের গন্ধ আছে
তবেই আমি কবির জন্য মিছিলে যাবো
কবির জন্য রক্ত দেবো
নয় কবি ও কবির নামধারী দালালের
চৌদ্ধগোষ্টি জ্বালিয়ে দিয়ে বলবো
ধীক তোকে ও তোর কবিতাকে
হারামি কোন জাগার ।
আমি দেখতে চাইনা বাবরী চুল আছে কবির
ব্যাংক ব্যালেন্সে কোটি টাকা আছে
আমি দেখতে চাইনা কবির দাড়ি গোঁফ লম্বা
বা কবি গাঁজা খায়
আমি দেথতে চাইনা কবি রুপেতে কিবিনী
শাড়ি প্যান্টি ব্রা এমেরিকান
যার মূল্য লক্ষ টাকা।
আমি দেখে নেবো কবির কবিতায়
কতটুকু তেজস্বী ত্যাজ আছে
বাহান্নর জন্য একাত্তরের জন্য এই স্বাধীনতার জন্য ।
তারপর যাবো কবির বিদায় যাত্রায়
দেখবো কফিনে খোলা মুখ
ফুল দিতে নয় থু থু দিতে।
অযথা ফুল বা থু থু দিতে কোনটাই
আমি অভ্যস্ত নই ।।।