..
ঝরাপাতা আমার আকাশে আজ আর কোন রং নেইরে
তাতে কী যখন মনে পড়ে
চলে আসিস
এই বেরঙয়ে
তবু
আত্মহত্যা করিসনা
এ যে মহাপাপ।
মহাপাপ বলে কিছু না
আমি যে কষ্ট পাবো
যে কষ্টের আর কোন অন্ত পাবে না খুজে।
ঝরাপাতা স্মৃতির খাতায় কবেই মুছে গেছি আমি
মরা গাছের শাখা প্রশাখারা
ছেয়ে থাকে অনীহার কত ভাবে
কত শত পা আমাকে ধুমড়িয়ে মুচড়িয়ে পিষে যায়
আমি অসহায়ের মতো চিৎকার করি
কি যে এক শূন্যতায়।
ঝরা পাতা সোনার চামিচে জন্ম হয়েছে বলে
আমাকে নাকানি চুবানি তালে খেলেছিস
তাতে কী
যদি সুখের সবকটা দরজা বন্ধ হয়ে যায়
ফিরে আসিস কংসের বাকে।
আমার তোর মতো রুপ রস গন্ধ নেই
তবে বেচে থাকার মতো
একটি আকাশ আছে
যেখানে পোকা নেই
দুষ্ট গরু নেই
এখনে রাত হলে আকাশের তারারা গান গায়
সন্ধ্যায় জোনাইয়ের একি মিলন মেলা
অতপর মধ্যনিশিতে বাউরলর সুরে
অবাক হয়ে ভুলে যাবি তোর কষ্টের কথা।
ঝরাপাতা আমার প্রতিটা কথা তোর ভালোর জন্যে
যখন কামনা বাসনা ছিলোনা
তখনো আমি ছিলাম
যখন কামনা বাসনা ছিলো
তখনো আমার রাগ অনুরাগ ভালোবাসা সব ছিলো উজাড় করে।
তারপরো করি কি বল
জন্ম আমার মাটির বুকে
এ মাটিতে চাষ করতে হয় বিভাগী বাউল মন
বেখেয়ালী কাদামাটিকে কত আর বুকে ঝরাবে
নিয়ে যাবে শরমা হাউসে
চোখে চোখ রেখে
আলিঙ্গনের পরশে জলে ভাসাবে
নয়নের বিষাদ ।
ঝরা পাতা আমি না কেমন করে ঠিক বলে দিতে পারি
বছর বছর আগের কথা
তাইতো বলে দিয়েছি
তুই আজ ভালো নেই একটুকু ভালো নেই
যেখানে কালো সেখানেই মজেছিস দিন রাত
অতপর বুঝলিনা
উল্টো আঘাতে দেখালি বাইজীর নৃত্য ।
এখন আর ভাবিনা যখন তখনের লাই খেলা
আমি চলেছি আমার পথে
তারপরো বলি মধু খেলা শেষে মরিস না
আত্মহত্যা করিস না
নিশ্চিত মনে ফিরে আসিস দরজাটা খোলা আছে ।
যখনি পা রাখবে তখনি তোর র্মমরি শব্দে আমি জেগে যাবো
কথা দিলাম।
তোর জিহবার মতো আমার জিহবা নয় ঝরাপাতা
আমি যা বলি তাই এক কথা ।