.....
ইচ্ছে হলেই জলের সাথে
করি আমি সখ্যতা
রুদ্র তাপের গরম হাওয়া
রুদ্ধ করি রুক্ষতা।
উদাস মনে বাজাই বাঁশি
বেজান সুরে সুর তোলে,
যাইছুটে যাই অচীনপাড়ে
ঢেউ খেলানো দিল খোলে।
আকাশ দেখি তারা দেখি
চাঁদ কে বলি প্রিয়তী,
ইচ্ছে ডানায় উড়তে থাকি
আশার ডানায় নিয়তী।
পাখির সুরে খুলি আঁখি
জল খেলিতে হাসি,
সবুজ শ্যামল এই ধরাকে
বড়ই ভালোবাসি।
নদীর কাছে যাই বলে যাই
মনের গোপন কথা,
স্রোতস্বিনী নৃত্য জলে
দেয় যে চিমটি লতা।
পশু পাখি তৃণলতা
দেখি সবার সুখ
এতেই আমার মন ভরে যায়
আর থাকেনা দুঃখ।
দিনকে দিনে যায় চলে যায়
নিরব প্রেমের রথ,
সঙ্গী আমার সর্বসময়
সবুজ মেঠোপথ।
ভালো দেখে হাত তালি দেই
মন্দ মনে রাখি না,
যে গিয়েছে তেঁতলে আমায়
তাকেও কাছে ডাকিনা।
আবার যদি আসে ফিরে
লতা পাতা নিয়ে
চুপটি করে উড়িয়ে দেই
লুকিয়ে সব হিয়ে।


আকাশ বাতাস মাটির সাথে
দিবা নিশি চলি
পথ হারিয়ে পথের কাছেই
মনের কথা বলি।
আমার কোন দুঃখ নাই
দুঃখ পুড়ে হলো ছাই ।
ছাই দিয়ে রোজ মন ঘষে যাই
কংশ জলে ধুই
দুঃখ আমার বন্ধু প্রিয়
কোথায় গেলে তুই?
18/09/2016
দুধবহর, ধর্মপাশা,সুনামগঞ্জ।