আয় আয় জনতা আয় ছুটে আয়
কত জল যায় যায় যায় ভেসে যায়....


যেখানে নির্যাতন নিপীড়ন
সেখানেই জনতার স্বীয় আইন প্রণয়ন।
কিল আর ঘুষিতে
বেদনা চূষিতে
আনন্দের চল করি আজ আয়োজন।
আয় আয় জনতা আয় ছুটে আয়
কত জল যায় যায় যায় ভেসে যায়....


যেখানে অন্যায় সেখানেই চল যাই
আর নয় কানামাছি ভোঁ ভোঁ
রাখ তোর হাচামিছা ছোঁ ছোঁ
যেখানে বদরুল সেখানেই ভীমরুল
রাখ রাখ হাঁক ঢাক অনশন,
আয় আয় জনতা আয় ছুটে আয়
কত জল যায় যায় যায় ভেসে যায়....


অপেক্ষার দোয়ারে বিচারের খোয়ারে
মামা মামি যতোসব কিচ্ছা
কোথা যাবি দূর্বল জেতা সব সুকোমল
চেচাচ্ছে লেবাসের ইচ্ছা।


আয় আয় জনতা আয় ছুটে আয়
কত জল যায় যায় যায় ভেসে যায়....


আজ তার কাল আমার
এই হলো ইতিহাস
রটে যাবে মুছে যাবে
অতীতের জেতা ঘাস
বিবেকের পোড়াদহ হাসে ক্রন্দন


আয় আয় জনতা আয় ছুটে আয়
কত জল যায় যায় যায় ভেসে যায়....


পাপ কে কুপে মারো পাপীকেও তাই
পাপ পাপী আজ করো পুড়ে সব ছাই।
এতে বাঁধা দেয় যদি শকুনে
সাফ করো শকুনের আড্ডা
চারদিকে উঁকুনের বেড়িবাঁধ
খালি নেই রামপুর বাড্ডা।


আয় আয় জনতা আয় ছুটে আয়
কত জল যায় যায় যায় ভেসে যায়....
২৯/১০/১৬।
দুধবহর,সুনামগঞ্জ,
৪ঃ২৪ ভোর