আমাকে একটি কবিতা দাও
আমি তোমাকে স্বাধীনতা দেব
কবিতা হতে হবে
কবিতার মতো কবিতা
কবিতার বুক জুরে নদী প্রবাহিত
সাগরের নোনাজলে মিশ্রিত
প্রেমের বারুদ।
আমাকে একটি কবিতা দাও
আমি তোমাকে ভালোবাসা দেব
কবিতার বুকে যেন থাকে
আশার ফসিল
শব্দে শব্দে থাকে সবুজের গান
দ্বীপ্ত স্লোগান
রক্তের দাগ
দ্রোহের সিংহ ভাগ।
আমাকে একটি কবিতা দাও
আমি তোমাকে প্রেম দেব
কবিতার জমিনে রেখো
কৃষকের হাসি
কৃষানের রোদ্রপোড়া সংলাপ
ফাগুনের আগুন
বসন্তের উচ্ছ্বাসিত উল্লাস।
আমাকে একটি কবিতা দাও
আমি তোমাকে
একটা আকাশ দেব
তবে কবিতার বুকে থাকে যেন
অসহায় নারীর সহায়ের আশ্রম
অসুখের বুকে সুখের তীব্র প্রতিশোধ
বেহাইয়া বেলাজের ঠোঁঠ ছিঁড়ে
ফেটে পড়ুক
কবিতার সারমর্মে
অভিশপ্ত ক্রোধ।
আমাকে একটি কবিতা দাও
আমি তোমাকে উর্বরা মাটি দেব
মানচিত্র দেব ভুখন্ড দেব
দেব বেঁচে থাকার চিরন্তনী সংজ্ঞা।
আমার জমিনে আজো কেন শকুনী উড়ে
আগুনে পুড়ে যায় আমার মেরুদন্ড
আমার জমিনে কেন অযথা লাশের মানব বন্ধন
অসহায়ের বিচারের আশায়
কোর্টের বারান্দায় রাত্রিযাপন।
আমার জমিনে কেন
আজো স্বাধীনতাকে নগ্ন করে খায় চিবায়
হারামির দল
তাহলে আমি আর আমার স্বাধীনতা কি বিফল?
বিফল কি নয়মাস রক্তক্ষয়ী সংগ্রাম
বিফল কি ত্রিশলক্ষ শহীদের লাশ
আড়াই লক্ষ মা বোনের ইজ্বত।
এই মগের মুল্লুক আমি কি ছেয়েছিলাম
নব জমিদারের মহাজনী খেলাঘরের জন্য কি
যুদ্ধ করেছিলাম ?
আহারে আমার কু সন্তান
সুদ আর ঘুষের পাহাড়ে কি করে গায়
আমার পবিত্র গান?
কেন নিরবে চোখ মুছে ঘরে যায় জননী।
উন্মাদ স্বাধীনতা পরাধীনতার বুকে প্রশ্ন খুঁজে
এই কি আমার প্রতিদান ?
দেবে একটি কবিতা কবি
ইট পাথরের দেয়াল ভেঙ্গে
অযথা অসুখের আশ্রিত নিনাদের আঁচল রেখে
ঝরে যাওয়া ফুলের অভুলা পাঁপড়ির মায়া রেখে
ক্ষণিকের ঠোঁঠে অসভ্য কাপুরুষের চুম্বন রেখে
দেবে একটি কবিতা ?
আমি ভালোবেসে পরম মমতায়
রক্ত দিয়ে লিখে দেব তোমার কবুলনামা।
আজ এই বাংলার বুকে একটি কবিতার প্রয়োজন
আজ এই বাংলার বুকে শুধুই
একটি কবিতার খুব দরকার
কারাগার ভেঙ্গে কবিতার বানী মুক্ত হোক
উপছে উঠুক কবিতার অস্ত্র
সাগরের বুক ছিঁড়ে ধ্বনিত হোক
সেই কবিতার উচ্ছারণ।


সুখেরা আজ কবিতাকে খুঁজে
দুখেরা আজ কবিতাকে খুঁজে
কোথাও কবিতা নেই
কবিতার বুকে
কবি নামক অকবির চাবুক
ছলছল জলে ভরা কবিতার চোখ।
২৪/৩/২০১৭