***************


স্বাধীনতা তুমি
বাংলার আকাশে চুলছেড়া বিশ্লেষণ
বিন্যাসিত ইতিহাস,
স্বাধীনতা তুমি
সবুজ দুর্বা ঘাসে
বার বার রক্তাক্ত প্রান্তর
আর সর্বনাশ।
স্বাধীনতা তুমি
সিডরের আঘাতে কাবিখার মাল
সাধারণ জনতার পিঠে লাঠি কষে
জমিদার বাবু আধুনিক বাকশাল।
স্বাধীনতা তুমি বারবার
পরাধীনতার কারাগার,
স্বাধীনতা তুমি বাতাসে বাতাসে
অসহায়ের হাহাকার।
স্বাধীনতা তুমি ক্ষমতায় বসে শাসকের
হাল ছেড়ে হেলানে বসা,
স্বাধীনতা তুমি নিষ্ঠুর কষাঘাতে
পুড়ে মরা দুরাশা।
স্বাধীনতা তুমি
সুন্দরীর কপোলের তিলক
কালো মৃত্তিকার বুকে
আগুনে জলসানো রডের আঘাত
স্বাধীনতা তুমি
গোলাপির প্রিয় সংলাপ
শিমুলের ঝরে যাওয়া অশ্রুপাত।
স্বাধীনতা তুমি
হিংস্রতার, বেয়াই বেয়াই খেলা
স্বাধীনতা তুমি
আমার বুকে গুম হত্যার
নিরংকুশ লীলা খেলা।
স্বাধীনতা তোমার কবেকার হাওয়ায়
হয়েছে স্বাধীন চিত্র ?
স্বাধীনতা তুমি বার বার হতাশ কেন?
কেন এতো অপবিত্র।
আমিতো খুঁজেছি তোমায় বাবার আদরে
মায়ের আচলে,
আমিতো খুঁজেছি তোমায়
প্রিয়ার পরশে
সন্তানের কোমল হাসিতে।
আমি তো খুঁজেছি তোমায়
এই বাংলার নদ নদী খাল বিল হাওরে
নিরবে বুজেছি চোখ অশ্রু নিনাদে ৫২ ৭১ এ।
কোথায় তোমি স্বাধীনতা?
কোথায় তোমার বাস?
সংসদ সংবিধান মসজিদ মন্দির গীর্জা
যেথায় ঘুরেছি সেথায় শূন্যতা
তারপরো আছো, জেগে আছো!
বেঁচে আছো, স্বাধীনতা!
হা হা হা! স্বাধীনতা।
স্বাধীনতা তোমার প্রসব কালে
শুনেছি তোমার কান্না,
স্বাধীনতা তোমার হাটি হাটি পা’তে
বয়েছি রক্ত বন্যা।
অনন্যা করে রেখে এসেছি তোমায়
প্রতিদানে ফিরে পেয়েছি
দানব হায়েনা জারয
আর অন্যায়।
বলো, বলো, স্বাধীনতা তুমি কোথায়?
স্বাধীনতা তুমি
ক্ষুধার্থ ব্যাগ্রের মুখে
অসহায় হরিণের দৌড়,
স্বাধীনতা তুমি
নিরালা নিবিড় সবুজে
বিরহ বিভোরে সুর।
স্বাধীনতা তুমি নীতির
বকুল তলায়
দুর্নীতির বগল থাবা
আদর্শের আগরে
অনাদর্শের আতর
চিরকুমারের গোপনে সঙ্গম সভা।
স্বাধীনতা! আহা! স্বাধীনতা!
জমিদার বাবুর গায়ে
পুরাতন নকশি কাঁথা।
স্বাধীনতা তুমি
রবি ঠাকুরের কবিতার মহা শ্মশান
নির্বাক নিবিড়ে বসে থাকা
কবি শামসুর রহমান।
স্বাধীনতা তুমি
বাংলা সাহিত্য সংস্কৃতির পিঠে
বার বার চাবুকাঘাত
আর প্রনয় দোলার উতলা বান।
স্বাধীনতা তুমি
কাজি নজরুলের বিদ্রোহী কবিতার
লাশের কফিন,
কঙ্কাল সার জনতার
কঙ্কালে ডুগডুগি বাজানো
বিবস্ত্র আষাঢ়ে অসার।
স্বাধীনতা তুমি
বেহাইয়া বেঈমানের
বার বার ফোঁকলা হাসি,
স্বাধীনতা তুমি
বাসি খাবারের চেয়েও
এখন বিনাশি।
স্বাধীনতা তুমি
পেট পুরে খাবার শেষে
জলন্ত সিগারেটের উড়ন্ত ধোঁয়া,
স্বাধীনতা তুমি
তৃপ্তির ঢেকুরে অতৃপ্তির বাওয়া।
স্বাধীনতা! আমার স্বাধীনতা!
কোথায় তোমার স্বাধীন পাতা?


২১/০৩/১৫ ইং
দুধবহর, সুনামগঞ্জ।
কাব্যগ্রন্থঃ আগুন পাখি