,,,


না জেনেই আজকাল বলি ভালোবাসি
তেলে ভাজা মচমচা যা দেখি
কিংবা টক জাতের কিছু

ধুলো ময়লা ব্যপার না
লোভ জাগে চাকতে
মাঝে মাঝে অনেকেই খায়
মিথ্যায়
যে যেভাবে পারে চাবায়।
না জেনে কি করে বলি
ভালোবাসি
আমি তোমাকেই ভালোবাসি
এই বাক্যটির মতো মিথ্যা বাক্য আর  কিছুই নাই।
চোখ লজ্জা পেয়েছো
মদ না খেয়েও
মল খেয়েছো
খেয়ে যাচ্ছো তুই তুমি তোমরা
আমি আমরা আপনারা

একসাথেই যাচ্ছি জাহান্নামে
নাচতে নাচতে হাঁটতে হাঁটতে
ভালোবাসা বলতে বলতে।


যদি জানতো সময়ের মা
কত মন মারা যায়
ক্ষণে ক্ষণে
কত মুখ বিভৎস বিকৃত হয়
ছলনার সনে।
না জেনে কি করে বলিরে বুবু তোরে
ভালোবাসি শৈশবের মতো
প্লেট থেকে মাছের ভর্তা চুরি করে
পিঠে শরীরের জোড়ে শক্ত।
করে
কিল বসিয়ে দম বন্ধ করার মতো।
যখন দেখি মরে যাবে চোখের জলে মাবুদের কাছে ভিক্ষা চাই তোর প্রাণ
;
সত্যি বুবু ভলে গেছি আজকাল
সেই সুর সেই  গান

এমন করেই মা বাবা ভাই
স্বজনের প্রতি ভালোব্সা গুলো বিতারিত করে
মুজাহিদ সাজি
শহীদের তলোয়ারে  পথ মাপি
প্রিয়তমা তোমারি জন্য।
আবেগ রাগে খুনছড়া হয়ে বলি
ভালোবাসি তোর মায়া ভরা চোখ মুখ যাদুর কন্ঠ


কত কি বলি জান্নাত টান্নাত কত উপমায় ছেদিয়ে তুলি।
আসলে মিথ্যা সব মিথ্যা
যেন মিথ্যার রঙছটা জিন্সের প্যান্ট
পড়া
আর ক্ষণিকের কাম মোহনার পোশাকে গড়া স্তম্ভ।
না জেনে কি কিছু জলা যায় বোকা
তাই জানার জন্য একশো কোটি বছর অপেক্ষায় কাটে আমার
প্রতিক্ষীত প্রহর
তাররপর জেনে নেব ভালোবাসার বর্ণগুলোতে
কত কোটি অনু পরমানু রাগ অনুরাগ বাস করে
গ্রাস করে কত জিন ইনসান
নাশ করে কত শয়তান
তারপরেই বলব
ভালোবাসি আমি আমাকে তোকে তোমাদের হে;
ভালোবাসি আপনি আপনাকে আপনাদের হে
;
ভালোবাসি তরুলতা বৃক্ষরাজি নদী সাগর ও তার জল কে
শ্বাস প্রশ্বাসের প্রিয় বাতাস কে।
না জেনে না বুঝে কি করে বলিরে ভালোবাসি তোরে
ভালো বাসি তোমায়।
২৬/১১/১৭
দুধবহর,সুনামগঞ্জ।