তুমি আবার মেতে ওঠো মাতলা নদীর মতো-
বর্ষার জলে মৃত নদী যেমন ভরে ওঠে নব যৌবনে।
আমি বিষণ্ণতা গায়ে মেখে শুয়ে রব আরো কিছু রাত
একলা -একাকী নিস্তব্ধ ঘন অন্ধকারে।


যে ভালোবাসা আমি তোমায় দিতে চেয়েছি-
তা,নারীর মতো নয়-পুরুষের মতো নয়-
যুগ যুগ মানুষ যেভাবে মানুষকে ভালোবাসে,
তপ্ত ধরা যেভাবে ভালোবাসে বৃষ্টির কণা কে!


তোমার কাছে ভালোবাসার দাবি জানায়নি কোনোদিন,
কোনো কাল জানায়নি আমার অধিকার।
তবু হায়!তুমি ভালোবাসাই নিজেকে বদ্ধ অনুভব করেছো,
ছড়ায়ে দিয়েছ বিষ শিরায়-শিরায়।


হৃদয় ক্ষত- বিক্ষত হয়েছে
তোমার প্রতিটা অবহেলায়।
না পাওয়ার বেদনায় আক্রান্ত মন কনায়-কনায়
তুমি বুঝতে পারোনি, এক কষ্ট থেকে যায়।


তুমি এগিয়ে যাও নদীর মতো সম্মুখে
আমি কখনো নদী হতে পারিনি।
যেখানে তুমি বাঁক নিয়েছ,
আমি সেখানেই আঁটকে গেছি তোমার অপেক্ষায়।


আরো কিছু আলোকবর্ষ অপেক্ষা করবো আমি,
কিন্তু তারপর?
তারপর আমি নাগরিক সভ্যতার মতো ধ্বংস হয়ে যাব,
হারিয়ে যাবো- মিশে যাবো মৃত্যুর অস্থি-মজ্জায়।


                                       তারিখ:-১৫/০৫/২০
                                        রাত১:৩০