আমি বাংলায় স্বপ্ন দেখি,বাংলার স্বপ্ন দেখি।
দিনান্তে সব ক্লান্তি,বিষণ্ণতা,অবসাদ ভুলে--
যখন নিজের সাথে নিজে কথা বলি তখন বাংলায় বলি।
আনন্দে -উচ্ছ্বাসে,দুঃখ-বেদনায়-
আমার মুখ হতে নিঃসৃত শব্দ বাংলা।


আমি থাকতে চাই আরো অনেকগুলো বসন্ত
এই বাংলার ভাট ফুলে।
বসন্তের উৎসবে,নলেন গুড়ে,রসগোল্লা,ইলিসে
মায়ের দেওয়া শীত রোদে রাখা নরম বালিশে
আমি বাংলাকে চাই।


বাংলাকে চাই -বাংলাকে চাই,
ভালোবাসায় বাংলাকে চাই,
আলো-আশায় বাংলাকে চাই,
বিশ্ব বিজয়ে বাংলাকে চাই,
আলো আঁধারে বাংলাকে চাই।


আবাহনে-বিসর্জনে আমি বাংলাকে চাই।
বাংলাকে চাই আপদে-বিপদে
বাংলাকে চাই প্রতিরোধে-প্রতিবাদে।
বাংলা আমার রবীন্দ্রনাথ-জীবনানন্দের ভূমি
তেরো নদী মিলে এই মাটি করেছে উর্বর জমি।


গিরিময়দান
সময়:সকাল ৯টা
তারিখ:-১৫/০৮/২১