আমার শিশু ফ্যানে ভাতে থাক
বাংলার তামাম সাধারণের ঘরে
আমার শিশু পড়ে থাক ক্ষুধার্ত, সারা রাত ধরে।
আমার শিশু শাকে ভাতে থাক অন্ন অহঙ্কারে।


আফ্রিকা মহাদেশের এই অন্ধকার রাতে
যে শিশু মরলো কফির বীজ আনতে গিয়ে
সাপের ছোবলে কিংবা সিংহের মুখে
তোমার শিশুর জন্ম দিনে
আমার শিশু তাদের মুখ হয়ে,
পড়ে থাক-পড়ে থাকা ভাতে আস্তা কুড়ের পাশে।


যে রাতে কাঁদে সদর শহর-- মহানগরী
কুড়িয়ে খাই ছোট্ট শিশু পথের খাওয়ার
আমার শিশু তাদের মাঝেই থাক,অপুষ্টির থাবায়।


আমার শিশু ঘর ভাঙার শব্দে আঁতকে ওঠে
কান্না করে ক্ষুধার যন্ত্রনায়
আমার শিশু পথে পথে ভিক্ষে চেয়ে বেড়াই।


রুগ্ন দেহ হাড় জীরজিরে সভ্যতার
প্রোটিন পাউডার না হয় নাই ঢুকলো তার শরীরে
বিলাসের জল না হয় নাই গড়ালো তার রক্তে,
মানবতার দোহাই নিয়ে,ধর্ম কালের গণ্ডি পেরিয়ে
আমার শিশু ফ্যানে ভাতে থাক
বিশ্বের না পাওয়া অন্য সব শিশুর মুখ হয়ে,
আমার শিশু শাকে ভাতে থাক বিশ্ব সংসার জুড়ে।


                                রাত্রি  ৯:৪০