আমার কিছু কথা বাকি আছে
নিকষ কালো অন্ধকারের যখন মুখোমুখি হয়
সভ্যতার সমস্ত সাজানো অলংকার ছুঁড়ে ফেলে,
নিজেকে তখন মানুষ ভাবতে ভাবতে
আমার কিছু কথা আছে।


বলা হয়নি অনেক কথাই
তারা ছড়িয়ে ছিটিয়ে বিস্তীর্ণ বালুচর জুড়ে
তারা মেতে ওঠে উন্মত্ত নৃত্যে-বিস্ফোরণের অপেক্ষায়
ভালোবাসার জন্য হাহাকার করতে করতে।
অপ্রকাশিত হওয়ার জ্বালা মুখ জুড়ে।


তোমার ও আমার চারপাশে যে ব্যবধানের বেড়া
তা পারা পারে আমি রোজ আহত হয়।
এক একটা ইচ্ছে দের হত্যা করতে করতে
আমার হৃদয় ক্রমশ আক্রোশে ভরেওঠে।
রক্ত পিপাসু এক নেশা লাগে আমার দু চোখ জুড়ে।


প্রতিশ্রুতিদের যখন দেখি দিনের শেষে কেবল ভেসে যেতে,
আমার তাদের ভীষণ শক্ত হাতে ধরতে ইচ্ছে হয়।
কিন্তু হায়!তোমার বিষাক্ত মুখ মনে পড়ে যায়।
আমার শব্দরা বার বার ভুল পথ ধরে,ঘুরে ফিরে আসে-
বার বার শব্দেরা বলে আমারো কিছু কথা বাকি আছে।


তারিখ:১৪/০৮/২০
সময়: সন্ধ্যা ৭ টা