জীবনের সমস্ত রিক্ততা,সমস্ত বিষণ্ণতা
ঝেড়ে ফেলে ক্লান্ত শরীর নিয়ে আমি একটু ঘুমাবো।
আমারে কেউ জাগাতে এসো না আজ,কেউ না।
হে বাংলা!হে শাশ্বত বাংলার রূপ
আমাকে জাগিও নাকো আজ।


শান্ত নদীর কুলু কুলু শব্দের মাঝে,
ভীষণ শান্তিতে আমি একটু একলা পড়ে রব
আমার ভীষণ দুর্নিবার যন্ত্রণা গুলোকে ভুলে
আমি একটু ঘুমাবো আজ।
আমাকে বিরক্ত করতে কেউ  ডেকোনা আজ।


হে সুখতারা কোনো দিকভ্রষ্ট পথিক এন না আজ
আমার কাছে,আমার আসে ও পাশে।
হে কাশ বন, হে শঙ্খ চিল,হে ফোটা ফুল
তোমরা স্থির ও নিশ্চুপ থাকো যথাক্রমে।
আমি ভীষণ ক্লান্ত আজ,আমি একটু ঘুমাবো।


হে বাতাস,হে অমলিন বাতাস!
তুমি বারুদের গন্ধে উগ্র হয়ো না আজ,
হে আলো তুমি ক্ষীণ ও নিস্তব্ধ হও
আজ আমার উগ্রতার,ঔজ্জ্বল্যের কোনো প্রয়োজন নেই
আমি ভীষণ ক্লান্ত আজ আমি একটু নিঃশব্দে ঘুমাবো।
                                         তারিখ:২৬/০৯/২০
                                          সময়:রাত১১টা