আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি বিনাশ
আমি উগ্র চণ্ডা প্রচন্ডা
আমি  আদি,আমি অনন্ত।
আমি মূলমন্ত্র,
আমি ধ্বংসের দেবী কালী কপালিনি,
আমি সৃষ্টি সুখের উল্লাসে পাগল,
জননী--জন্মভূমি।
আমি দুর্বার দুর্জয় মহিষাসুরমর্দিনী।
যখন দেবকুল  ভীত সন্ত্রস্ত,
আমার  আবাহন তখন,
আমি তোমার বিরহে রাধিকা থেকে মিরা।


আমি তোমার বাড়ির লাঞ্ছিত বঞ্চিত এক প্রাণ,
যখন বিপদ সমূহ তখন আমি ধরে রাখি হাল,
দশ ভুজা হাতে তোমার অস্তিত্ব সংকট।
রামায়ণ থেকে বঞ্চিত আমি,
আমি বঞ্চিত সত্য থেকে কলিতে।
যুগের সঞ্চিত পণ্যে
ভালোবাসা বিলেতে বিলেতে বিলীন।
জন্ম হতে হতে বলি প্রদত্ত এক কন্যা সন্তান।
আমি মানুষ থেকে বস্তু মধ্যে যুগ থেকে আজও।


আমি তো  তোমায় নামাতে চাইনি কোনো দিন
আমি চেয়েছি উপরে উঠতে,
তবে কেন আজ আমি ধর্ষিত?
কেন পণপ্রথা?
কেন এই অসম সমাজ ব্যবস্থা?