প্রত্যাশা তোমার কাছে নতুন কিছু নয়
এই মন,মনখারাপে খুঁজেছে বহুবার আশ্রয়।
হৃদয়কে বার বার বিষাক্ত করেছো তুমি,
করেছ গভীর অনেক--অনেক ক্ষয়
জানি,এই দায়ভার তোমার একার নয়।


মনের গভীরে মূর্তি তোমার,প্রেমের পূজা হয়
পড়তে পড়তে জড়ানো তুমি,আমার দারুন ভয়!
বিচ্ছেদের রং যে বড্ড কালো, মন জুড়ে বিরহ শুধু রই
ইচ্ছেগুলো ইচ্ছেমতই অধরা;জ্যোৎস্না কেবল রাতের সঞ্চয়!
তবু এই দায়ভার তোমার একার নয়।


বিচ্ছেদের জ্বালা বুকের ভেতর তৃষার অনেক রাত।
দু জনই দুজনে করেছি অনেক শব্দ প্রহার--সংঘাত
যুদ্ধ শেষে মিথ্যে শান্তিচুক্তি হয়েছে বহুবার ।
আমার ইচ্ছেদের হত্যা করা এই প্রথম নয়
তবুও এই দায়ভার  তোমার একার নয়।


প্রত্যাশা তোমার কাছে বহু প্রাচীন আমার
ভালোবাসার লোভে আমি পাঞ্জা লড়েছি বহুবার।
এবার তো মেনেই নিয়েছি আমার পরাজয়!
জানি তুমি শুনতে বাধ্য নও ভালোবাসার ইস্তাহার
তুমি বলবে "এ নয় আমার দায়ভার"।


                                          তারিখ:-২১/০২/২১
                                         সময়:-বিকেল ৪:৩০