আর কতকাল থাকবি মাগো,
পাতাল পুরে অন্তবাসী
এবার মাগো কৃপান ধরো
রুদ্রতেজে সর্বগ্রাসী।


ধর্ম নামের অধর্মতে
সংহার করো যবন দল।
এবার মাগো রুদ্র রূপে
ধ্বংস করো শ্বাপদ বল।


মহাভারত শিক্ষা দিলো যুদ্ধ শুধু ধ্বংস ফল,
যদু বংশ ধ্বংস হলো,কৃষ্ণ তখন নীরব নিশ্চল।
যুদ্ধ শুধু মৃত্যু আনে-আনে কেবল নির্মমতা,
তবু মানুষ যুদ্ধ যাচে-ধ্বংস করে মানবতা।


এবার তুই আই রে মা,
ধ্বংস কর এ ধরা ভূমি,
নতুন শিশু জন্মনেবি-
ধ্বংস হলে এই ভূমি।


ধ্বংস মাঝে সৃষ্টি বীজ
সরে যায় পুরাতন।
শাশ্বত তুই আই রে কালি
ভেঙে ফেল মা এ অচলায়তন।


তারিখ:-১৯/০৫/২১
সময়:-রাত ১ টা