নিজেকে বিলিয়ে দিয়ে আজ তুমি ধ্রুবতারা
তোমার সে অনন্ত পথের যাত্রায়
আমরা কেউ সঙ্গী হইনি,
আমরা থেকে গেছি জীবনে।
জীবন তো জীবনের নিয়মে চলে;


তুমিতো শুধু আশ্রয় ছিলেনা
ছিলে পরম শীতল ছায়া।
গ্রামের বৃদ্ধ বট গাছের মতো
তোমার বাজার আনা ব্যাগে শুধু বাজার থাকতো না।
নিয়ে আসতে এক ব্যাগ উৎসুকতা।


তোমার সাথে তো  সব মতের মিল ছিল না,
তোমার কত সমালোচনা করেছি।
তবু কেন এতটা ভালো বাসলে,
কেন বাঁধলে এতটা মমতার বাঁধনে,
যা কখনও প্রকাশ হলো না আর।


ধর্ম তো আমার আর কোনোদিন শেখা হলো না
মানা হলো না তোমার সব কথা
তোমার দেখানো পথ যে একমাত্র...
কোনো দিন বিশ্বাস করিনি
বলা ভালো কোনোদিন তোমার মত চাপিয়ে দাওনি।


আজ দূর নির্জনে একলা বসে,
তুমি এখন অনন্ত স্মৃতিতে বিরাজিত-
দূর থেকে না কি অন্তর থেকে ভেসে আসছে এক ক্ষীন মন্ত্র
পিতা স্বর্গ:পিতা ধর্ম:পিতাহি পরমং তপ:
পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্ব দেবতা।


সময়:-রাত ১১টা
তারিখ:-২৭/০৫/২১