জন্ম যেদিন হলো আমার
পৃথিবী সেদিন রজস্বলা।
আমরা পুরুষ নয়_নারী নয়,
আমরা হলাম বৃহন্নলা।
হিজড়ে নামেই চেনে সমাজ
নেই আর কোনো পরিচয়।


হিজড়ে যে একটা পেশা
ওটা কোনো মানুষ নয়।
পুরাণ-প্রাচীন জীবন আমাদের
বেঁচে থাকাটাই বিস্ময়!
তৃতীয় লিঙ্গ শুধুই কাগজে--কলমে
ভিক্ষা নিতে মরি আমরাও মরমে।


প্রকৃতির সন্তান মোরাও
হৃদয় জীবিত আছে।
আবেগী এই মন,প্রেম!অনেক খোঁজে
প্রেমের চিন্তাই মন নিজেকে রাধা বোঝে।
মানুষ বলেই ভাবেনি কেউ,পাইনি যেখানে মান
প্রেমের ভাবনা সেখানে ঈশ্বরের চেয়েও মহান।


ভালো ভাবনা,ভালো চিন্তা
আসবে কিসের?ছাই
আমাদের দেখলে সমাজ
ঘৃণ্য চোখে তাকাই।
শিক্ষা থেকে স্বাস্থ্, যেন নেই এর সমাগম
এই সমাজে আমরা এখনো গভীর ভাবে জখম।


আমরা একলা তারার মতো অন্ধকারে থাকি
শহরে আজও ক্লান্ত সবাই, বন্ধ তাদের আঁখি।
রাতের আকাশে থাকি আমরা নিজেকে জ্বালিয়ে রেখে।
ভালোবাসাও হিজড়ে বলে
এই জীবনের রাত বাড়ে তোমাদের গ্লানি মেখে
হারিয়ে যায় আমরা অচেনাই সভ্য সমাজ থেকে।


তারিখ:-১০/০৭/২০
রাত :-১২টা