মেঘাচ্ছন্ন আকাশে আজ বৃষ্টি ঝরছে
অবিরাম ধারায়
চলো রিতা আমরা হারিয়ে যাই
আমদের তো  নির্দিষ্ট কোনো দেশ নেই,
নেই কোনো সীমানা...
আমরা তো সারা বিশ্ব নিখিলের।


আমাদের তো প্রতিদিন জন্ম হয়
সৃষ্টির আড়ালে আমরা থেকে যাই, অন্ধকারে।
চলো রিতা আমার হারিয়ে যাই -
এই গলি,এই ফুটপাত,এই রাস্তা ছেড়ে যাই আমরা,
কোনো শান্ত -স্নিগ্ধ মেঠো পথে
যেখানে আছে দুদণ্ড শান্তি।


আমরা হারিয়ে যাই সমুদ্র কিংবা পাহাড় দেশে-
যেখানে আমাদের চিনবে না কেউ।
অচেনা একটা শহরে তুমি আমি মুখোমুখি বসে...
ধুলো নেই,হিংসা নেই,নেই হানাহানি,বিদ্বেষ
চলো রিতা আমরা হারিয়ে যাই


         তারিখ:-২৬/০৫/২১
         সময়:-রাত ১১ টা