ফানুসের মতো উড়ে যাচ্ছে ভালোবাসা
আকাশের বহু দূরে হারিয়ে যাচ্ছে সব
খোঁচা খেয়ে খেয়ে বিক্রি করেছি মনুষত্ব
অতি সস্তা দামে।
নৈকট্য, বন্ধুত্ব সব হারিয়ে যাচ্ছে এক-- এক করে
হারিয়ে যাচ্ছে প্রিয়  প্রতিটি ছবি এক --এক করে।
আমি পাগল হয়ে যাবো,
       যা ইচ্ছে তাই করবো
হিমালয় প্রমান গড়বো ভাঙবো।


অবিশ্বাস --ঘৃণা আর সইতে পারছি না আমি
নিজের প্রতি ধিক্কার দিয়েছি নিজেই বুক ভরে।
সাথে থাকতে আজ কষ্ট হয়
দূরে গেলে হয় যন্ত্রণা।


তুমি ব্যস্ত বন্ধু দের সাথে এখন
আমি ঠাঁই দাঁড়িয়ে তাল পাতার সিপাহি মতন।
চোরা বালির মতো হারিয়ে যাচ্ছি আমার আমি,
প্রিয় বন্ধুর দেওয়া কষ্ট গুলো দগদগে ঘা হয়ে ওঠে,
লেগে আছে বাস্তু শাপের মতো বুক পকেটে।


তবুও সূর্য ওঠে,ফুল ফোটে
ভালোবাসার অমোঘ  টানে
ভ্রমর উড়ে বাড়ি ফিরে।
ব্যস্ত হয় মানুষ জন
প্রিয় মানুষের হাঁসি কেনে চড়া দামে
ফিরে আসার,পাশে বসার অপেক্ষা করে স্বজত্নে।


বড্ড জটিল এই জীবন
দিন দিন জটিলতা বাড়ছে
অভিশপ্ত বাস্তু শাপের মতো ।
এই শাপ মোচনে পাগল হয়ে যাবো আমি
এটা ভাঙবো, ওটা ভাঙবো,
ছিন্ন বিচ্ছিন্ন করবো সমস্ত সংসার
শুধু তোমাকে ছাড়া শান্ত থাকার জন্য।