স্বপ্নের মন্দির ভাঙে,উড়ে যাওয়া ফানুসের মতো,
তবু গঙ্গার বুকে বয়ে যায় জলের স্রোত
পড়ন্ত রোদ ডানায় মাখে গাং চিল
আগত রোদ প্রমান করে জীর্ণ চৌকাঠ আমার।
মেঘের রক্তের দাগ এখনো কাঁচা
জমাট বাঁধা হৃদয়ের মতো।


দিন দিন নিশ্চুপ হয় ভালোবাসা
শান্ত, সমাহিত ল্যাম্পপোস্টের মত।
আবেগহীনতাই ভাসতে থাকে পৃথিবী।
মনুষ্যত্ব বিক্রি হয় সস্তা দামে,
আবেগ হীনতায় ভাসে মানব--মানবীর মোন
সুন্দর শীতের সকালেও বর্ষা নামে,
আমাদের না চাওয়া চোখের জলের মতো।


তবু ফুল ফোটে রুগ্ন বুক দুধ দেয় শিশুকে
প্রেমিক --প্রেমিকা দেখা করে পড়ন্ত বিকেলে
হাতে হাত রেখে হয়,মিথ্যে প্রতিশ্রুতি।
গঙ্গার জল গন্তব্যে বয়ে চলে,
তোমার হটাৎ মনে পড়ে আমায়,
ভুলে যাওয়া স্মৃতি পথ থেকে,কিছু সময়।