আমার মৃত্যুর পর
তোমরা আমাকে পুড়িয়ে ফেল বা কবর দাও
আমার দেখার কিছু নেই।
আমি এক দেহ ছাড়া আর কিছু নয় তখন।


কিন্তু যদি আমার কবি সত্ত্বাকে সম্মান করো
তাহলে আমার দেহ পাঠিয়ে দিয়ো কোনো হাসপাতালে।
তারা আমার শরীরের সমস্ত অঙ্গ
হাড়--মাংস ছিঁড়ে ও চিরে পরীক্ষা করবে।
আবারো সৃষ্টি উন্মাদ নৃত্যে মাতব আমি।
আমার সমস্ত সত্ত্বা স্বাগতম জানাবে সেই নতুন কে।


তারপর কোনো একদিন...
কোনো একদিন আমার শরীরের অবশিষ্ট্যাংশ জ্বলবে।
জ্বলবে মাথা ধরা--চোখ জ্বালা করা আগুনে।
বিস্তীর্ণ হয়ে বিলীন হয়ে যাবো এই আমি।
সেদিন কবিতার শেষকৃত্য নয় কবির শেষকৃত্য হবে।
কবিতা--সৃষ্টি সেখানেই থাকবে।যেখানে ছিল আগে।
কারণ কবিতার কখন মৃত্যু হয় না।কবির মৃত্যু হয়!



                                            সময়:সকাল ৯:৩০
                                            তারিখ:৩০/০৯/২০