যুগ যুগান্তরের ধরে থাকা গাইতি হাত লুটিয়ে পড়ে আছে রাস্তাই।
অনাদরে বড় হওয়া সেই সব মানুষ জন
থাকে আমার আপনার আসে পাশে।
বয়ে বেড়াই সভ্যতার ভীষণ ভার,
জেলা, রাজ্য ছেড়ে পরিযায়ী হয়ে,
আজ আক্রান্ত তারা
মৃত তারা ....
নতুন সূর্যের সাথে,


এখনো রাজ পথে ছড়ানো তাদের রক্ত,
তাদের খাওয়ার,
রাষ্ট্র করেনি তাদের ফিরিয়ে আনার
সত্যি প্রচেষ্টা একটি বার,
হাঁটা পথের অসম লড়াই .......


ঘরে ফিরে একটি  বার ছোট্ট শিশুর চঞ্চলতা
গন্ধ মাখানো কাপড়
শান্তির এক মুঠো ভাত তারাও চাই,
তবু রাষ্ট্র তাদের ফেরার কোনো প্রচেষ্টায়,
সত্যি সত্যি করে নাই।


সভ্যতার মৃত স্তূপে পরিযায়ী শ্রমিক বড্ড অসহায়,
ঝরে যাচ্ছে রোজ প্রাণ,মৃত্যু মিছিল বাড়ছে।
ধ্বংস হচ্ছে মানবিকতা কাগজের মিথ্যে প্রতিশ্রুতির আসায়।