এই মন খারাপের উপত্যকায় সময় নিয়ে
যদি তুমি একবার নামতে,
দেখতে পেতে
আমার সহায় সম্বল হীন হৃদয় কেমন কষ্টে  আছে।
সে প্রতি দিন পুড়েছে বছর --মাস সময় নিয়ে,
তোমার একবার কষ্ট বোঝার আশায়।
এই মন খারাপের উপত্যকায়
যদি তুমি নামতে!যদি তুমি নামতে...
হাজার টা জ্যোৎস্নার চাঁদ
এখানে মুখ লুকিয়ে রাখে মেঘের আড়ালে।
হাজার টা অভিনব এখানে ক্ষত দিয়ে যায়
তোমার হাতে হাত ধরে।


এখানে,পৃথিবী তার মৃত্যুর চিতা সাজাই
নিজের হাতে করে সমস্ত বিচ্ছেদের।
জীবন আর মৃত্যুর মাঝখানে গলায় দড়ি দিয়ে
ঝুলতে থাকে সময়।
তোমার এক বারের নেমে আসার প্রতীক্ষায়।


এই মন খারাপের শহরের সব গলি অন্ধকার
তারা আলো বন্ধ করে।
তোমার প্রতীক্ষায়!
তারা সব চিঠি লেখে তোমার ঠিকানায়।
এই শহর ফাঁসির দড়ি গলায় খোঁজে বাঁচার ইচ্ছে।
প্রতিটা সময় কাটে আজ তোমার অপেক্ষায়।
এই মন খারাপের উপত্যকায় যদি তুমি নামতে!
যদি তুমি নামতে পারতে..........
                      
                                    তারিখ:-০৪/০১/২১
                                     সময়:-৩:০০টা