বিয়ে করা মানেই সঙ্গে থাকা নয়,
বিছানার চেনা মানুষও বহন করে
অন্য পরিচয়।
যোজন দূরের ফারাক হয়
চোখে চোখ রাখাই।
পাশে হাঁটা মানুষও
পাশ ফিরলে একই।


মনে মঞ্জরি,তবুও ফোটে নীরবে,
হাজার ভ্রমর ঘুরে মরে মধুর আসতে,
বাতাস শুধু খেলে বেড়ায় একটু ছোঁয়ার লোভে।


তোমার ছোঁয়া, হৃদয় মাঝে অন্য অনুভবে
বিবর্ণ সব রং ছবি রং ফিরে পাবে।
তোমার হাঁসি পড়লে মনে
ঝড়ে হাজার আলো রেখা
মনের গহীনে তোমার চিঠি
নীল খামেতে রাখা।


নষ্ট তুমি নষ্ট আমি সভ্যতার বেড়া জালে
সময় পেলে পড়ো কখনো চিঠি একবার খুলে।
সূর্য আলোয় রাঙিয়ে ওঠা তোমার হাঁসির মুখ
একলা রাতে আমার ঘরে একার স্বর্গ সুখ।